যাত্রাবাড়ীতে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা চারজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. সজীব শেখ, মো. লোকমান শিকদার, মো. সাগর ও আরেকজনের নাম প্রকাশ করা হয়নি।

সোমবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে সাড়ে সাত লাখ টাকা দামের ২৫ কেজি গাঁজাসহ মো. সজীব শেখ, মো. লোকমান শিকদার, মো. সাগর ও আরেকজনের নাম প্রকাশ করা হয়নি চারজনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি ও মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ জানুয়ারি/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা