সিনিয়র অভিনেত্রীকে মা ডেকে ‘বিরল সমস্যা’য় পড়েছিলেন রোশান, তারপর…

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৫
অ- অ+

ঢাকাই সিনেমার এই সময়ের অন্যতম জনপ্রিয় ও সুদর্শন অভিনেতা জিয়াউল রোশান। সিনেমার সংলাপ ও গল্পের খাতিরে নানা বয়সী শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তেমনই এক সিনিয়র সহশিল্পীকে একবার মা ডেকে বিরল সমস্যায় পড়েছিলেন অভিনেতা।

তার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন রোশান। সেখানে তিনি জানিয়েছেন, সম্প্রতি মায়ের বয়সী এক অভিনেত্রীকে মা ডেকেছিলেন। তাতে নাকি ওই অভিনেত্রীর মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। কেননা, তিনি নিজেকে মা ভাবতেই পারেন না।

পোস্টে রোশান লিখেছেন, ‘আমি বরাবরই সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের অনেক সম্মান করি। হয়তো স্যার-ম্যাডাম অথবা মা-বাবা বলে সম্বোধন করি। সিনিয়রদের অধিকাংশই যেহেতু আমাদের বাবা-মায়ের ক্যারেক্টরও প্লে করেন। তাই আমরা তাদের মা-বাবা বলে ডাকলে খুব খুশি হন, যেটা আমারও ভালোলাগে।’

কিন্তু একবার কোন এক সিনিয়র অভিনেত্রীকে মা ডেকে হযবরল অবস্থায় পড়তে হয়েছিল রোশানকে। সেই অভিনেত্রীর নাম উল্লেখ না করে রোশান পোস্ট লিখেছেন, ‘একবার একটি বিরল সমস্যায় পড়ে গিয়েছিলাম। মায়ের বয়সী এক অভিনেত্রীকে ভালোবেসে মা বলে ডেকেছিলাম। ‘কেমন আছেন মা’। কারণ, আমার মা থেকে তিনি বয়সে ছোট হবেন না।’

তৎক্ষনাৎ আমি বুঝতে পারলাম এই মা শব্দটি তার চেহারাকে কালো মেঘ বানিয়ে দিয়েছে। মা শব্দটি যে মোটেও পছন্দ হইনি তাহা উনার এক্সপ্রেসনে বুঝতে আমার একটুও কষ্ট হয়নি। আমি তাকে আপু বলে দ্রুত জায়গা ত্যাগ করেছিলাম। অবশ্যই সন্মানের কারণে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা