হিমছড়ি সৈকত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৯
অ- অ+

কক্সবাজারের হিমছড়ি সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হিমছড়ি বীচ পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হিমেল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। খবর জানতে পেরে পুলিশ এবং সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের আলামত সংগ্রহ করা হয়। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

প্রত্যক্ষদর্শী ফাতেমা বেগম জানান, তিনি ঝিনুক কুড়ানোর সময় দুপুর ১২টার দিকে জোয়ারের সময় লাশটি ভেসে আসতে দেখে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়।

ধারণা করা হচ্ছে, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছর হতে পারে। তার কাঁধে একটি কালো ব্যাগ ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট, শার্ট ও সুয়েটার। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা