এক এএসপিকে সাময়িক বরখাস্ত

সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬তম ব্যাচের এই কর্মকর্তার নাম মাহিদুল হাসান।
সবশেষ তিনি খাগড়াছড়ি এপিবিএনে কর্মরত ছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহিদুল হাসানকে বিএসআর পার্ট-১-এর বিধি ৭৩ এর নোট ২ অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে কী কারণে মাহিদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিস্তারিত তা জানানো হয়নি।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসএস/এসএম)

মন্তব্য করুন