মৌলভীবাজারে মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
রবিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন,বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ গোলাম ফারুক সরু।
মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করবে।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএ)

মন্তব্য করুন