আরও এক নতুন ছবিতে মৌ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৮
অ- অ+

‘প্রেমকাব্য’র পর আরও একটি নতুন সিনেমায় নাম লেখালেন চিত্রনায়িকা মৌ খান। নাম ‘ডিলেট’। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন সুজন বড়ুয়া।

চিত্রনায়িকা মৌ খান জানান, ফ্যান্টাসি রোমান্টিক প্রেমের গল্পের সিনেমা ‘ডিলেট। বাস্তবে যা এখনো হয়নি, এমন একটি প্রেমের গল্প উঠে আসবে এই ছবিতে।

অভিনেত্রী বলেন, ‘নতুন ছবির গল্পটি চমৎকার। চিত্রনাট্য পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এই জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি দারুন একটি ছবি হবে।’

কিন্তু ছবির নায়ক কে? মৌ খান জানান, নায়ক এখনো চূড়ান্ত হয়নি।

পরিচালক সুজন বড়ুয়া বলেন, ‘মানুষের প্রেম-ভালোবাসার মাঝে অনেক কিছু ডিলিট করা হয়। এমন গল্পই দেখা যাবে ছবির গল্পে। তাই নাম রেখেছি ‘ডিলিট’। যা কিছু মন্দ, প্রেম থেকে তা ডিলিট করে শুদ্ধ প্রেমের কথা বলব আমরা।’

জানা গেছে, আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে। ঢাকার কিছু মনোরম লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে শুরু হবে এর দৃশ্যধারণ। তারপর সিলেটসহ নানা অঞ্চলে চলবে চিত্রায়ন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা