গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০১ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪০

রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় একটি ১২ তলা ভবনে আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অন্তত তিনজন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে।

রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ২/এ নম্বর বাড়ির সপ্তম তলায় এ আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের সপ্তম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কে ভবনের নিচের তলার বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসেন। আর সাত তলার ওপরে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে অবস্থান নেন। এর মধ্যে রাত ৮টার দিকে আতঙ্কে কয়েজন ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়েন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ২/এ নম্বর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে রবিবার সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর তিনটি ইউনিট তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি আরও জানান, এরপর আরও তিনটি ইউনিট সেখানে পৌঁছে নির্বাপণ কাজে যোগ দেয়। এরপর একে একে যোগ দিয়ে ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

এদিকে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে আহত হয়েছেন এক নারীসহ তিনজন। এছাড়াও মারা গেছেন একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকাটাইমসকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। রাত ১০টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আগুনের ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ভেতরে আর কেউ হতাহত হয়ে আছেন কিনা তা ভেতরে প্রবেশের পর জানা যাবে বলে জানান আনোয়ারুল ইসলাম দোলন।

রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা এখন ভবনে ঢোকার অপেক্ষায় আছেন।

ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজের তদারকিতে যোগ দিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/আরআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে নাসিম এমপিকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

মেসে ঝুলছিল ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজকের মরদেহ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :