মা দিবসের পোস্টারে খালেদা জিয়া, মুক্তি চাইলেন বিএনপি নেতারা

মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালো ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শনিবার নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবনের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
পোস্টারে লেখা রয়েছে ‘মা আমায় দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।
এসময় সালাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এবারের মা দিবসে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা দাবি করছি অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত হয়ে চলমান গনতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে এই পোস্টার লাগানোর মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি তরান্বিত করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।
ঢাকাটাইমস/১১মে/জেবি/ইএস

মন্তব্য করুন