মহেশপুরে ২৫ মাদ্রাসায় নেই কোনো শহীদ মিনার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৯| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬
অ- অ+

চলছে ভাষা আন্দোলনের মাস। ইতোমধ্যে ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের মহেশপুরে ২৫ মাদ্রাসার একটিতেও নেই কোনো শহীদ মিনার।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, মহেশপুর উপজেলায় ১০টি কলেজের মধ্যে আটটিতে শহীদ মিনার আছে, ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে, ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টিতে, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। কিন্তু উপজেলার ২৫টি মাদ্রাসার মধ্যে একটিতেও কোনো শহীদ মিনার নেই।

মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের নিকট চিঠি দেওয়া হয়েছে।

মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ বলেন, পরিকল্পনা করে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ছাত্র-জনতার অবস্থান, যান চলাচল বন্ধ
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা