বিশ্ব শান্তি কামনায় শেষ হলো জাকের মঞ্জিলের চার দিনব্যাপী উরস

আখেরি মুনাজাত ও খাজা বাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরীর চারদিনব্যাপী উরস শরীফ মঙ্গলবার শেষ হয়েছে। গত শনিবার এটি শুরু হয়েছিল।
এসময় বিশ্ব শান্তি ও সমৃদ্ধি এবং অর্নীতির মুক্তির কামনার বিশেষ দোয়া করা হয়।
উরশ উপলক্ষ্যে গত চারদিন দেশ বিদেশের কয়েক লাখ ভক্তের পদভারে মুখরিত ছিল ফরিদপুরের সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গন।
রাসূল (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদত বন্দেগিতে উরশ উপলক্ষে শামিল হওয়া খাজা বাবার লাখো ভক্তের মিলন মেলা বসে জাকের মঞ্জিলে।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্ী গ্রুপের ফরিদপুর অঞ্চলের প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দীকি জানান, প্রতি বছরের মত হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের জন্য এবারও আলাদা ক্যাম্প ছিল। এই মহামিলন মেলায় সত্য ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত হন সমবেত ভক্তরা।
উরশ চলাকালে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের আজকার, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাসূলে পাক (সা.) ও ওলী আউলিয়াগণের আদর্শের উপর ওয়াজ নসিহত অনুষ্ঠিত হয়।
তিনি জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-মুরিদান এবারের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফে অংশ নিয়েছেন। চারদিনব্যাপী উরসের শেষদিনে মঙ্গলবার সকালে শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারতের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই ধর্ীয় আয়োজন।
উরস শরীফ চলাকালে খাজাবাবা ফরিদপুরীর স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব আগতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন।
মহাপবিত্র এ বিশ্ব উরস শরীফে দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান ও ভক্তগণ তাদের হৃদয় নিঃসৃত মহব্বতের কঠিন-কঠোর খেদমতের মাধ্যমে রহমত ও বরকতের ফায়েজ প্রাপ্তির আশায় সারাবছর উন্মুখ থাকেন। দূরদূরান্ত হতে তারা এখন ব্যাকুল হৃদয়ে খোদাপ্রেম হাসিলের আশায় ছুটে আসছেন ওলি আউলিয়াদের এ মিলনমেলায়। পবিত্র উরস শরীফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীগণ সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহান স্রষ্ঠার নিকট প্রার্থনা করে থাকেন।
(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন