সালথায় গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১
অ- অ+

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আব্দুল পান্নু মাতুব্বর (৪৫) নামে একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত আব্দুল পান্নু মাতুব্বর ওই গ্রামের মো. সোহরাব মাতুব্বরের ছেলে।

জানা গেছে, পান্নু মাঝারদিয়া ইউনিয়নের চিহ্নিত একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকবার জেলও খেটেছেন তিনি। তবে জেল থেকে বেরিয়েই আবারও মাদক কারবারে লিপ্ত হন।

ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে পান্নু নামে ওই মাদক বিক্রেতাকে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে অনেকগুলো মাদকের মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে সালথা থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা