শ্রীপুরে তিন ডাকাত গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪১
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে কারখানায় ডাকাতি হওয়া মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সাদ্দাম হোসেন (২৬), ইয়াসিন মিয়া (৩২) ও মনিরুল ইসলাম (৩৮)।

গত ২৫ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরীঘাট শীতলপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির মালামাল উদ্ধার করে পুলিশ। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাভারের আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, কারখানা থেকে ডাকাতি হওয়া মোটা তামার তার ৬৯ কেজি, চিকন তামার তার ১৪৭ কেজি, ইলেকট্রিক তার (মোটা) ২৩৮ কেজি, ইলেকট্রিক তার (চিকন) ৬০৩ কেজি, আইপিএস ব্যাটারি ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংদীঘি গ্রামে রাফিয়া অ্যাপারেলস লিমিটেড নামক কারখানা থেকে এসব মালামাল ডাকাতি হয়। ঘটনার দুই দিন পর শ্রীপুর থানায় মামলা করা হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানাল ভারত ও পাকিস্তান
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা