দুবাইয়ে যাত্রা শুরু করল ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৫| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৪
অ- অ+

প্রবাসী যাত্রীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট।

রবিবার স্থানীয় সময় রাত ৮টায় দুবাইয়ের আল তাওয়ার সেন্টারে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এদিন ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের অফিস উদ্বোধন করেন দুবাই পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলী রমাদান আহমেদ ও সংযুক্ত আরব আমিরাতের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান।

পরে প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্বয়তুল-হক দুবাইয়ের প্রতিষ্ঠাতা শায়েখ মাসুম বিল্লাহ আল আসাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীরা। আপনাদের ঘাম ঝরানো রেমিট্যান্সের ফলেই বৈশ্বিক মন্দার সময়ও দেশ এগিয়ে চলছে। আসল হিরো তো আপনারাই। দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাতে হুন্ডি এড়িয়ে চলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানটির কর্ণধারদের পক্ষ থেকে জানা গেছে, ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রসেসিং এবং বিমান টিকেটসহ সকল ধরণের অফিসিয়াল তথ্যাদি দিয়ে সহযোগিতা করবে। এছাড়া দুবাইয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়েও সহায়তা দিবে ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্ট।

ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অংশ নেন দুবাইয়ের আলী ইব্রাহীম ল' ফার্মের বাংলাদেশি কনসালটেন্ট ফেরদৌস ফরহাদ, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ তাহের ভূইয়া, বৃহত্তর ফরিদপুর সমিতির সংযুক্ত আরব আমিরাত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুকুল আহমেদ, ফারহানা কার্গো সার্ভিসের কর্ণধার শেখ মোহাম্মাদ আখতার হোসেন, ওয়াদি আল সাইদ ট্র্যাভেলের কর্ণধার সাঈদুর রহমান সাহেদসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় সকলকে ধন্যবাদ জানান ফ্লাইবিডি বিজনেস ম্যানেজমেন্টের দুই কর্ণধার মোহাম্মাদ আইনুল কবির রাসেল ও আব্দুল হক। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে অতিষ্ঠ? এখনই কিন্তু ওজন কমানোর মোক্ষম সময়! জানুন উপায়
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা