নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে মিলল বৃদ্ধার লাশ, মাথায় কোপের চিহ্ন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ০৯:২৫

ভোলার লালমোহন উপজেলায় নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধা (৬৫) রওশনা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ।

লাশের মাথায় কোপের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, রওশনা বেগমকে কুপিয়ে হত্যা করে টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে।

রওশনা বেগম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের শাহাজাহানের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী।

ওসি জানান, গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রওশনা বেগম। এরপর শুক্রবার তার ছেলে শিহাব লালমোহন থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির সূত্র ধরে রওশনা বেগমকে উদ্ধারের চেষ্টা চলমান ছিল পুলিশের। এরই মধ্যে মঙ্গলবার রাতে শিহাব পুলিশকে জানায়, তাদের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মানুষের শরীরের গন্ধ বের হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের মধ্যে থেকে রওশনা বেগমের লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রওশনা বেগমকে কেউ হত্যা করে টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রেখেছে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান।

(ঢাকাটাইমস/০১মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :