ফরিদপুরে রাজু হত্যা মামলায় একজনের ফাঁসি

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়ার রাজু কুমার সাহা হত্যা মালায় আসামি মো. জসিম মোল্যাকে ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রবিবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত এ রায় প্রধান করেন । রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামি মো. জসিম মোল্যা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত মজিদ মোল্যা ছেলে।
মামলার বিবরণে জানান যায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়া নামক এলাকায় মৃত সুজিত কুমার সাহার নির্মাণাধীন বাড়িতে ২০২১ সালের ২ জানুয়ারি রাতে বাড়ির নির্মাণ শ্রমিক মো. জসিম মোল্যা তার সঙ্গে থাকার কথা বলে রাজু কুমার সাহাকে নিয়ে যায়। ওই রাতে জমিস রাজুকে লোহার রড দিয়ে আঘাত করে (মাথায় ও ঘাড়ে) মেরে ফেলে। এসময় রাজুর সঙ্গে থাকা দুটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি মোবাইল নিয়ে নেয়। পরে তার লাশ শ্রমিকদের ব্যবহারিত টয়লেটের ভেতরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় নিহত রাজুর মা অরুনা সাহা ৪ জানুয়ারি মধুখালী থানায় জসিমসহ অপর তিন শ্রমিকের নামে হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৫ মার্চ জমিসকে আসামি করে চার্জশিট আদালতে দাখিল করে মধুখালী থানা পুলিশ ।
মামলার দীর্ঘসাক্ষ্য ও শোনানি শেষে রবিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত রায় প্রধান করেন ।
ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াবউদ্দিন মৃধা জানান, পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামি জসিমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।
(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

মন্তব্য করুন