মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ঘটনা ধামাচাপার চেষ্টা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৩, ১৬:৫২
অ- অ+

ঝিনাইদহের মহেশপুরে ঋণের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। এই ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের লাঠির আঘাতে হান্নান মন্ডল (৪৮) নামে এক পিতার করুণ মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট করার জন্য এখন ঘটনাস্থলে রয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ঋণের কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঘটনায় ছেলেরা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুত্র মনিরুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবা হান্নান মন্ডলকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় মেম্বার আলিম গাজী বলেন, পারিবারিক কলহে হান্নান মন্ডল মারা গেছে বলে শুনেছি। সাবেক মহিলা মেম্বার মাজেদা খাতুন জানান, ঋণের কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে গোলযোগ হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা জানান,স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা নিয়ে গোলযোগের এক পর্যায়ে সে মারা যায়। এদিকে নিহতের প্রতিবেশীরা নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েজন বলেন, ঋণের টাকা নিয়ে ঝগড়া হলে হান্নান মন্ডল তার স্ত্রীকে চড়, থাপ্পড় মারে। এই ঘটনায় ছেলে মনিরুল মায়ের পক্ষ নিয়ে বাবা লাঠির আঘাত করলে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়। বিষয়টি ধামা চাঁপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থালে উপস্থিত মহেশপুর থানার এসআই আসাদ বলেন,তারা বিষয়টি খোজ-খবর নিচ্ছেন এবং লাশ সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন।

এসআই মাহমুদ রেজা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/৬মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা