গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ১৫:২০| আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৬:৪৯
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এমএ হাসিব, নবীর শেখ ও আব্দুর রহিম। তাদের মধ্যে হাসিব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদরাসার ‌শিক্ষক। এছাড়া নিহত আব্দুর রহিম কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। আর নবীর শেখও একই গ্রামের বাসিন্দা লোকমান শেখের ছেলে। নিহতদের দুইজন বাইসাইকেল আরোহী ছিলেন। আর শিক্ষক হাসিব ছিলেন মোটরসাইকেল আরোহী।

কাশিয়ানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাসও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিব নিহত হন। আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর
যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
দার্শনিক শিল্পপতি সুফি মিজানুর রহমান: পুরুষোত্তম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা