চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৩, ২১:৫৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয় ঠিকাদারের ম্যানেজারকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের মজুরির ৪ লাখ ৭০ হাজার টাকা নয়ন নামে একজন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকাল ৪টায় দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ম্যানেজর আব্দুল মমিন শাহিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ম্যানেজার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চর ঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল মমিন শাহিন (৪০)।

আহত শাহিন জানান, গত ৩ মার্চ থেকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর এলাকায় ৮ নম্বর বাঁধ এলাকায় ৮ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। এরপর থেকেই বড় মরাপাগলা গ্রামের মজিবুর রহমানের ছেলে নয়ন আলী (৩০) ঠিকাদারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে চাপ দিয়ে আসছিল। বাঁধের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ৪ লাখ ৭০ হাজার টাকা ছিল। এমন অবস্থায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে নয়ন ১০-১২ জনকে সঙ্গে নিয়ে এসে বাঁধ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে আমাকে লোহার রড দিয়ে মাথা ও শরীরে বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলি। পরে সন্ত্রাসীরা ব্যাগে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয়রা আব্দুল মমিন শাহিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন আহত আব্দুল মমিন শাহিন ও পরিবারের সদস্যরা।

ঠিকাদার জামাল উদ্দীন নাসির জানান, সাইডে থাকা ম্যানেজার শাহিনকে গেল ১০ দিন ধরে নয়ন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায় আজও নয়নসহ বেশকিছু সন্ত্রাসীরা সাইডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে ম্যানেজারকে লোহার রড় দিয়ে বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা ৪ লাখ ৭০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হচ্ছে।

আহত শাহিনের পরিবারের দাবি, অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি প্রদান করবে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে অভিযুক্ত নয়ন জানান, এটা রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। এগুলো সম্পূণ মিথ্যা ভিত্তিহীন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা