শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন শুরু শুক্রবার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৩, ০৯:০৮| আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৯:১১
অ- অ+

১০ ও ১১ মার্চ-২০২৩ লিটল ম্যাগাজিন ‘শালুক’ ‘অধুনাবাদের আলোয় এসো শেকড় খুঁজি’ এই স্লোগান নিয়ে আয়োজন করছে দুই-দিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন’।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে অনুষ্ঠিত হবে এই সম্মীলনের প্রথম ভাগ অর্থাৎ ১০ মার্চ শুক্রবারের আয়োজন। দ্বিতীয় দিনের আয়োজন অর্থাৎ ১১ মার্চ শনিবারের অনুষ্ঠান হবে কাঁটাবনে পাঠক সমাবেশে। উদ্বোধনপর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায়। নানান অধিবেশনের মধ্যদিয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। শনিবারও দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে পাঠক সমাবেশস্থলে। দুই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারত, নেপালসহ প্রতিবেশী বিভিন্ন দেশে এবং স্থানীয় প্রায় পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী।

এটি শালুক’র প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন। শালুক ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এর প্রতিটি সংখ্যা ৫০০ থেকে ১০০ পৃষ্ঠার।

লিটল ম্যাগাজিনটি তার আত্মশৈলীর জন্যই কলকাতা থেকে দুটি, লন্ডন থেকে ১টি এবং বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেছে।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা