বিশ্বজয়ী দুই কোরআনে হাফেজকে সংবর্ধনা দিলো চাঁপাইবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৩, ১৮:৫০| আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২০:৩০
অ- অ+

বিশ্বজয়ী কোরআনে হাফেজদের সংবর্ধনার মাধ্যমে সম্মাননা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হেফজুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ও গুণী ব্যক্তিবর্গরা।

হিফজুল কোরআন ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীর হোসেন ও বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত ও শিক্ষক শায়েখ নেসার আহম্মদ আন নাসেরীকে সংবর্ধনা দেয়া হয়। তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা দেন-জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আামিন।

চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ এলাকায় ইন্ডোর স্টেডিয়ামে হাজারজন হাফেজের সামনে এ সংবর্ধনা দেয়া হয়।

কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের সাথে প্রতিযোগিতা করে আবু রাহাত বিশ্বজয়ী হন এবং ৭৩ দেশের সাথে প্রতিযোগিতা করে অন্ধ হাফেজ তানভীর হোসেন বিশ্ব জয় করেন।

পরে বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীর হোসেন ও বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হোসেনসহ অন্যরা।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা