জামালপুরে নিখোঁজের ছয় দিন পর কিশোরের লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে রাসেল মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলা কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুরপাড় থেকে লাশ উদ্ধার করা হয়। রাসেল মিয়া (১৬) মেলান্দহ উপজেলার মাঝবর নাংলা এলাকার দুলাল মিয়ার ছেলে।
এর আগে গত (৫ মার্চ) রবিবার বাড়ি থেকে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনরা মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করে।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত রাসেল মিয়া অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন। গত (৪মার্চ) বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গাজীপুরে দেড় কোটি টাকার ইয়াবা-হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

গাজীপুরে বিপুল হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুক্তাগাছার অটোরিকশা চালক কামাল হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

চেক প্রতারণা: ব্যবসায়ী সুমন কান্তির ১০ মাসের কারাদণ্ড, ১৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই: রাষ্ট্রদূত

বোয়ালমারীতে দুই শিশুকে চুরির অপবাদে নির্মম নির্যাতন!

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া
