জামালপুরে নিখোঁজের ছয় দিন পর কিশোরের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৮:০৫
অ- অ+

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে রাসেল মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলা কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুরপাড় থেকে লাশ উদ্ধার করা হয়। রাসেল মিয়া (১৬) মেলান্দহ উপজেলার মাঝবর নাংলা এলাকার দুলাল মিয়ার ছেলে।

এর আগে গত (৫ মার্চ) রবিবার বাড়ি থেকে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনরা মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি করে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত রাসেল মিয়া অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন। গত (৪মার্চ) বাড়ি থেকে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা লাশ পাওয়া গেছে। পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা