ঝিনাইদহে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা: পাঁচজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ১৮:০৮
অ- অ+

ঝিনাইদহে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও সাতজনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

এ ছাড়া নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ি থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামি করে একটি অপহরণ মামলা করে। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা