ঝিনাইদহে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা: পাঁচজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ১৮:০৮
অ- অ+

ঝিনাইদহে ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন ও সাতজনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেন। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

এ ছাড়া নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ি থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামি করে একটি অপহরণ মামলা করে। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেরানীগঞ্জ থেকে অপহৃত মেহেদী রূপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না সৌম্য সরকার
ঢাকাস্থ পটিয়া সমিতির সভাপতি আলী নেওয়াজ, সম্পাদক নুরুল ইসলাম
বগুড়ায় পুলিশি হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা