ট্রাকের ধাক্কায় ছেলে নিহত, আহত বাবা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ২২:১৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আব্দুল আলিম নামে এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত হন মৃত আব্দুল আলিমের বাবা জহির উদ্দীন (৫৮)।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবক হলেন- শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুল আলীম (২৬)। গুরুতর আহত জহির উদ্দিন মৃত আলিমের পিতা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জমিতে কাজ করে সাইকেলযোগে বাড়িতে ফিরছিল বাবা জহির উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে আব্দুল আলিম। আর গুরুতর আহত হয় পিতা জহির উদ্দিন। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিবগঞ্জ থানার ওসি জোবায়ের আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ট্রাকচালককে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা