চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। জেলার শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬) নামে ভাই-বোনের মৃত্যু হয়। শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ওই বাড়ির মৃত শাহজাহান ভূঁইয়ার পুত্র আবদুর রহমান ফাহিম ঘরের অদূরে টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। বড় বোন ফাহিমা আক্তার তাকে বাঁচতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত জাহান জানান, আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ব্রয়লারের খাদ্য নিলে তবেই মিলবে বাচ্চা

ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মিলল নারীর মরদেহ

‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল দক্ষিণবঙ্গের চোখের আলো’

তদন্ত প্রতিবেদন: এক্সপ্রেসওয়েতে ১৯ প্রাণহানি: মেয়াদোত্তীর্ণ যান ও বৃষ্টি ভেজা সড়কে বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ

চাঁদপুরে বিআরটিএ’র লাইসেন্স পেতে ভোগান্তির অবসান

টঙ্গীতে আগুনে ক্ষতিগ্রস্ত ২১২ পরিবারকে ঘর উপহার

তাড়াশে ১৯ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমি হস্তান্তর

পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
