গোপালগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২৪

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংঘর্ষে পুলিশের গুলিতে আহত ইয়াসিন শেখ (৩৫) মারা গেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতের ভাই ঠান্ডু শেখ।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি নিয়ে সংঘর্ষ হয়। পরাজিত তিন প্রার্থীর সমর্থকরা নির্বাচনী মালামাল (ইভিএম মেশিন) ছিনতাই ও সরকারিকাজে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ আহত হয় অন্তত ২৫ জন।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছে অন্তত তিনজন। রাতেই গুরুতর আহত ইয়াছিন শেখকে (৩৫)উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই সকালে তার মৃত্যু হয়।
এদিকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় সোমবার (২০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস ও ৫ নম্বর ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইজিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই দুজনকে আটক করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)

মন্তব্য করুন