কেন্দুয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নেত্রকোনার শস্যভাণ্ডার হিসাবে খ্যাত কেন্দুয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে ২০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে।
চাষিরা বলছেন, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। মিষ্টি কুমড়া মাটিতে হয় আবার মাচা পদ্ধতিতে ও হয়। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে ন্যায্যমূল্য পেলে চাষিদের স্বপ্ন পূরণ হবে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি সপ্তাহ থেকেই বাজারে মিষ্টি কুমড়া বিক্রি করা শুরু করেছেন চাষিরা।
কেন্দুয়া উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা, মাহমুদপুর, হারুলিয়া গ্রামে ১০ হেক্টর জমিসহ উপজেলার আরও চিরাং, পাইকুড়া ইউনিয়নে ও চাষ হয় মিষ্টি কুমড়ার। সুইটি, মনিকা, ব্যাংকক, ত্রিপল-৭ ও সোহাগীসহ নানা জাতের মিষ্টি কুমড়ার বীজ রোপণ করেছেন চাষিরা।
উপজেলার মোজাফফর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের চাষি হুমায়ুন মিয়া বলেন, ‘১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলে খরচ হয় ৫-৬ হাজার টাকা। এই বছর ৫ বিঘা জমিতে মিষ্টি কুমড়া বীজ রোপণ করেছেন তিনি। ভালো ফলন হলে একেক বিঘা জমির উৎপাদিত মিষ্টি কুমড়া বিক্রি হবে ২০-২৫ হাজার টাকা। মিষ্টি কুমড়া আবার আন্য ফসলের সাথেও চাষ করা যায়। কুমড়ার বীজ জমিতে রোপণের ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই কুমড়া বিক্রি করা সম্ভব।’
কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবীর বলেন, ‘উপজেলায় এবার ২০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। চাষিদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়েও চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে। একেকটি কুমড়া ৩৫-৪০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন চাষিরা।’
কৃষি অফিসার আরও বলেন, ‘ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা।’
(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শনিবার থেকে শুরু

বরিশালে মঞ্চে ওঠাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মারামারি, আহত ৭

দিনাজপুরে পুকুরে ডুবে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

বাঞ্ছারামপুরে জিল্লুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ার উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য: হানিফ

সাতক্ষীরা পৌর বিএনপির নেতা মাছুম বিল্লাহ অস্ত্রসহ গ্রেপ্তার

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত

তারাকান্দায় পাঁচ দিনের জন্য ১৪৪ ধারা জারি, বন্ধ নির্বাচনি প্রচারণা
