নেত্রকোণায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৫ বছর পর গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৬:০২ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৫:৪৯

নেত্রকোনার কেন্দুয়ায় মো. তোয়াজ্জেম (৪০) নামের এক যুবককে গলা কেটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রতনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব- ১৪ ময়মনসিংহ। গ্রেপ্তার মো. রতন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহাগপুর পাড়া দেউলি গ্রামের বাসিন্দা।

মামলা ও র‌্যাব সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহাগপুর পাড়া দেউলি গ্রামের মো. তোয়াজ্জেমের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. রতন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে গ্রামে দুই পক্ষের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের রতন মিয়া, ফারুক মিয়া, সাহেদ আলী, সুলতান মিয়া,আবদুল কাদির মিলে তোয়াজ্জেমের ওপর হামলা চালায় এবং দুই হাত ধরে রাখে। এ সময় মো. বাবুল মিয়া গরু জবাইয়ের ছুরি দিয়ে তোয়াজ্জেমের গলায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তোয়াজ্জেম মারা যান।

ঘটনার ১১ দিন পর তোয়াজ্জেমের ছেলে আরিফ হাসান বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় বিচার শেষে বিজ্ঞ দায়রা আদালত ২০১৪ সালের ১৬ এপ্রিল আসামি মো. বাবুল মিয়ার বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ ও মামলার বাকি আসামিদেরকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। ঘটনার পর থেকে রতন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৪ ময়মনসিংহ অভিযান চালিয়ে ১৫ বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রতন মিয়াকে শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার চকচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাব- ১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার রতন মিয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। র‌্যাব তাকে পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :