পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ০০:৪৫
অ- অ+

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১ টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রথমবার ছেলে সন্তানের জন্ম দেন নায়িকা।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহির স্বামী রকিব সরকার। জানান, মা ও ছেলে দুজনই সুস্থ আছে।

এছাড়া নবজাতক ও মাহির জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দেন মাহি।

স্ট্যাটাসে মাহি লিখেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’ তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা।

মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

এদিকে সন্তানসম্ভবা হওয়ায় অনেক আগেই সিনেমার কাজ থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি ওমরা করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দির কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তিও পান তিনি।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা