মানিকগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৭ কারবারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ১১:০৫

মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদককারবারিসহ সাত কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ এপ্রিল) মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন ও ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের চঞ্চল মিয়া, মানরা গ্রামের জীবন মিয়া, সাটুরিয়া উপজেলার জান্না গ্রামের শাকিল, সিংগাইর উপজেলার ব্রি-কালিয়াকৈর গ্রামের আব্দুর রাজ্জাক, হোসেন ওরফে রাকিব, বাইমাইল গ্রামের ববিতা আক্তার ও পারিল নওয়াদা গ্রামের সুজন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলা থেকে জামিনে বের হয়ে তারা মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় পুনরায় হেরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক চারটি অভিযান চালায় ডিবি। অভিযানে ৪০ গ্রাম হেরোইন ও ৮৫ পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।’

তিনি বলেন, ‘এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় মাদক আইনে পৃথক চারটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে।’

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :