ল্যাব এইড ও এসইউবির যৌথ উদ্যোগে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত

‘সবার জন্য্ স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ল্যাব এইড ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এসইউবির ধানমন্ডিস্থ প্রধান ক্যাম্পাস এর সামনে থেকে এসইউবির জনস্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যালি বের হয়ে ঝিগাতলা হয়ে আবার প্রধান ক্যাম্পাস এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রফেসর ডা. হাসনাত এম আলমগীর, বিভাগীয় প্রধান, জনস্বাস্থ্য বিভাগ, এসইউবি এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দূষণ এবং জনস্বাস্থ্য’। আলোচনায় বক্তব্য রাখেন ড. আইনুন নিসাত, প্রফেসর এমিরেটাস, ব্র্যাক ইউনিভার্সিটি, প্রফেসর ডা. এ কে এম মোসাররফ হোসাইন, উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সাঈদা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. আবু জামিল ফয়সাল, প্রেসিডেন্ট, পাবলিক হেলথ এসোসিয়েশন অব বাংলাদেশ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্টেট হেলথ সায়েন্স কলেজের প্রিন্সিপাল, শিক্ষক, নার্স সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া এসইউবির শিক্ষক কর্মকর্তাসহ প্রায় ১৫০ জন শিক্ষার্থী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এমএইচ)

মন্তব্য করুন