চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

চুয়াডাঙ্গায় চারটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারটি প্রতিষ্ঠানের মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের নিউমার্কেট ও বড়বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কসমেটিকস, গার্মেন্টস পোশাক, তরমুজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় নিউ মার্কেটের সামনে মেসার্স রতন ডিপার্টমেন্টাল স্টোরে আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান মালিক কামরুজ্জামানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের শহীদ হাসান চত্বরে মেসার্স অনামিকা কসমেটিকসের মালিক মাসুদুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ও আমদানিকারকের ট্যাগবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে বড়বাজার শহীদ হাসান চত্বরে তরমুজের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় মেসার্স ইমরান ফল ভান্ডারে তরমুজের ক্রয় ভাউচার না রাখা ও কেজি দরে বিক্রির অপরাধে মালিক ইমরান মিয়াকে ১ হাজার টাকা এবং মেসার্স রাজন ফল ভান্ডারের মালিক রাজন আলীকে একই অপরাধে ১ হাজার জরিমানা করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করে দেয়া হয় এবং ন্যায্য লাভে পণ্য বিক্রি ও ভোক্তাকে ঠকানোর ব্যবসা পরিহার করতে বলা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

মন্তব্য করুন