শেরপুরে বন্যহাতির হামলায় কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৩, ১৮:০১

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির হামলায় আব্দুল করিম (৩০) নামে এক কৃষক মারা গেছে। আহত হন কবির (১৮) নামে এক যুবক। উপজেলার রানীশিমুল ইউনিয়নের ঝুলগাঁও গ্রামের সোনাঝুড়ি পাহাড়ে বৃহস্পতিবার ভোর রাতে ধান ক্ষেতে বন্যহাতি হামলা করলে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত কবির একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের লাশ ও আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। আহত কবিরকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বন্যহাতির আতঙ্ক বিরাজ করছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ভোরে একদল বন্যহাতি গহীণ পাহাড় থেকে সমতলের ধান ক্ষেতে নেমে আসে। এ সময় কবির ও করিমসহ ৪-৫ জন মিলে হাতির দলকে তাড়া করে। এ সময় হাতির পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই নিহত হয় করিম মিয়া। গুরুতর আহত হয় কবির। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আর আহত কবিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও ইফতেখার ইউনুস বলেন, ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

ইফতেখার ইউনুস আরো বলেন, বন্যহাতির হামলায় নিহত ব্যক্তির পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করতে বন বিভাগ কাজ করছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :