হবিগঞ্জে সিএনজি অটোরিকশা-পিকআপ সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও পিকআপে সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার বিকালে উপজেলার শুটকি সেতু সংলগ্ন হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মজনু মিয়া (৪০), তিনি আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র ও নুর জাহান বেগম (৫০) একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী।
বিকাল ৫টার দিকে হবিগঞ্জ যাওয়ার পথে শুটকি ব্রিজ সংলগ্ন মোড়ে বেপরোয়া পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষ হলে তারা নিহত হন। এতে আরও অন্তত তিনজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

মন্তব্য করুন