সাতক্ষীরায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিন ঘণ্টা পরে জেলের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
শনিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জের কাকশালী নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা সদরের বাজার গ্রামের সন্তোষ হালদারের ছেলে রাম প্রসাদ হালদার (৪০) প্রতিদিনের ন্যায় সকালে মাছ ধরতে যায় কাকশিয়ালী নদীতে। বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়।
স্থানীয়রা খবরে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা পৌঁছে জাল ও নিখোঁজ রামপ্রসাদ হালদারের উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সংবাদ দিলে বেলা ২টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
কালিগঞ্জ থানার ওসি মামুনুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এলএ)

মন্তব্য করুন