রাজবাড়ীতে অটোরিকশা ব্যাটারি ডাকাতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১০:৩৪
অ- অ+

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত শামছুদ্দিন বিশ্বাসের ছেলে মো. শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার (৫০), পটুয়াখালী জেলার গলাচিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো. আলম মোল্লার ছেলে মো. অসীম ওরফে ওয়াসিম (৪০), মো. জসিম উদ্দিন (৩৮), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে মো. হাসান বিশ্বাস (৪৩)।

গ্রেপ্তারকৃত শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১১টি মামলা, অসীম ওরফে ওয়াসিমের বিরুদ্ধে ৪টি মামলা, জসিম উদ্দিনের বিরুদ্ধে ২টি মামলা এবং হাসান বিশ্বাসের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী থানার এসআই আবু তালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাকাত দলের ৭-৮ জন সদস্য একটি ট্রাকে করে রাজবাড়ী সদর থানার সজ্জনকান্দা টিএন্ডটি অফিসের সামনে পাকা রাস্তার অপর পাশে মো. আব্দুর রাজ্জাকের “রাজবাড়ী রিয়াদ এন্টারপ্রাইজ” নামক অটো, ইজিবাইক ও ব্যাটারির শোরুমের সামনে অবস্থান করে। রিয়াদ এন্টারপ্রাইজ শোরুমে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বানিবহ এলাকা থেকে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা