ভোলায় কাভার্ডভ্যানচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৩, ১৭:০৫
অ- অ+

ভোলায় কাভার্ডভ্যানচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালকসহ আরো তিনজন গুরুতর আহত হন।

সোমবার দুপুর দেড়টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার বকশে আলী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজিত গোলাদার (৩০), শুভ চন্দ্র (২০) ও লিটন হাওলাদার (৩৮)। নিহত সুজিত লালমোহন উপজেলার কালমা ৩ নম্বর ওয়ার্ডের নির্মল গোলদারের ছেলে, শুভ চন্দ্র তজুমদ্দিন উপজেলার গোলকপুর এলাকার বাদল চন্দ্রের ছেলে ও লিটন বরগুনা জেলার আমতলী উপজেলার বর্দা কান্ত হাওলাদারের ছেলে। তারা তিনজনই কীর্তনে গান গাইতেন বলে নিশ্চিত করেন বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জাকির হোসেন।

আহতরা হলেন- ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের রুবেল, ইলিশা ইউনিয়নের জহিরুল ইসলাম ও পটুয়াখালী জেলার পরিমল। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিটি ভোলা শহরের দিকে আসছিল। এসময় দৌলতখান উপজেলার বকশে আলী ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি কাভার্ডভ্যান সিএনজিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পরে আহতদের মধ্য থেকে শুভ চন্দ্র নামে একজনকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বাকি একজনকে বোরহানউদ্দিন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

তিনি আরো জানান, কাভার্ডভ্যানটি সিএনজিটি অটোরিকশা চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা