মৌলভীবাজারে গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৩, ১৯:৫৩
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুরের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন রোজিনা নামক এক গৃহবধূ। সোমবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়া দ্বারা নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পর সোমবার রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে এই ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, এই ঘটনায় রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা