ফারুকের আসনে এমপি হতে চান অভিনেতা সিদ্দিক

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১১:২০
অ- অ+

ছোটপর্দার জনপ্রিয় রম্য অভিনেতা সিদ্দিকুর রহমান। আবার করেন ব্যবসা। পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত দীর্ঘদিন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সিদ্দিক। কিন্তু পাননি। এবার তার ইচ্ছা ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হওয়া।

রাজধানীর গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সংসদ সদস্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। যিনি বিরল রোগে আক্রান্ত হয়ে দুই বছর ধরে চিকিৎসাধীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এবার সেই ‘মিয়া ভাই’ ফারুকের আসনে নির্বাচন করতে চান সিদ্দিক।

মঙ্গলবার রাজধানীর শাহজাদপুরে অভিনেতার বাসায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার প্রাথমিক কার্যক্রম উপলক্ষে পোস্টার উন্মোচন করেন।

এসময় এমপি নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে সিদ্দিক বলেন, ‘এই আসনে ফারুক ভাই নির্বাচন করেছিলেন। এটা ভিভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু এবার অসুস্থ, তাই আমি এই আসন থেকে ইলেকশন করতে চাই। ইতোমধ্যে আমি তৎপরতা শুরু করেছি। আজ থেকে আমার নির্বাচনী প্রচারণা শুরু করব।’

সিদ্দিক আরও বলেন, ‘আমি জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি। আমি সবসময় টাঙ্গাইল-১ আসনের মানুষের পাশে রয়েছি। তবে এবার আমি ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী।’

অভিনেতা জানান, ‘আমি মূলত মানুষের পাশাপাশি থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই, তাদের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচন করতে চাই। যদিও সামাজিক কার্যক্রম অনেক আগে থেকেই করছি। তবে রাজনৈতিক পরিচয় থাকলে সে ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয়।’

সিদ্দিকের দাবি, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগপন্থী পরিবারে তার জন্ম হয়েছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতেন তারা। ১৯৯৪ সাল থেকে ছাত্রলীগ করেন সিদ্দিক। বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন তিনি।

সিদ্দিকের বিশ্বাস, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৭ আসনের নৌকার মাঝি হিসেবে তাকেই মনোনীত করবেন। অভিনেতা বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।’

অভিনেতা সিদ্দিকুর রহমান এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। সে কারণে সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা