পরকীয়ার অভিযোগে গৃহবধূ শিকলবন্দি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৭
অ- অ+

পরকীয়ার অভিযোগে এক গৃহবধূকে আটক করে শিকলবন্দি করে রেখেছেন স্থানীয় কয়েকজন যুবক। তার সঙ্গে আটকে রাখা হয়েছে এক যুবককে।

ভুক্তভোগী নারীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই। তাকে টাকা দিতে এসেছিলেন।

এমন ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার ঘড়িসার ইউনিয়নে। তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে ওই নারীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক নারীর স্বামী মালয়েশিয়া প্রবাসী। তাদের সংসারে সন্তান আছে। আটক যুবকের বাড়ি পাশের ইউনিয়নে।

আটক নারীর দেবর বলেন, ভাবির কাছে একটা ছেলে এসেছে। লোকজন তাদের আটক করে রেখেছে। আমি থানায় এসেছি পুলিশকে জানাতে।

শিকলবন্দি নারীর দাবি, ওই যুবক তার খালাতো ভাই। তাকে পাওনা টাকা দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় রবিন, নাজমুল, মফিজ শিকদারসহ কয়েকজন তার ঘরে ঢুকে ভাঙচুর করে। তাদের আটক করে শিকলবন্দি করে রাখে।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিথ্যা। তারা মিথ্যা অভিযোগ এনে অনেক মারধর করেছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখনও খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা