মহাসড়কে যানজটে মাইক্রোবাসে ডাকাতি, কান ছিঁড়ে দুল লুট

গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে মহাসড়কে যানজটে আটকা পড়া একটি মাইক্রোবাসে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দিয়েছে। মুখোশপরা ডাকাতরা মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করে টাকা, মুঠোফোনসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় এক নারী যাত্রীর কান ছিঁড়ে সোনার দুল নিয়ে যায় ডাকাত দল।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে উপজেলার চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ডাকাতির কবলিত পড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু হেনা মোস্তফা নামে একজন সাংবাদিক ও তার স্বজনরা মিলে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে রংপুর যাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে রওনা দেন তারা। মধ্যরাতে কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকা অতিক্রম করার পর যানজটে পড়ে তাদের গাড়ি। এর পর থেমে থেমে টাঙ্গাইলের দিকে এগিয়ে যেতে থাকেন তারা। এভাবে চলতে চলতে রাত সোয়া একটার দিকে উপজেলার চন্দ্রা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে পৌঁছালে আবারও যানজটে পড়েন। এমন সময় ১০-১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে মাইক্রোবাসে আক্রমণ করে। ভেতর থেকে গ্লাস না খোলায় ডাকাতরা গাড়ির দুই পাশের গ্লাস ভেঙে যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতরা মাইক্রোতে থাকা এক নারীর কান থেকে সোনার দুল ছিঁড়ে নিয়ে যায়। এতে কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তার দুই কানে ৯টি সেলাই দেওয়া হয়। এ ছাড়া আঘাতপ্রাপ্ত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ওই এলাকায় মহাসড়কের দুই পাশের ঘন জঙ্গল। সেই সুযোগে ছিনতাইকারীরা সেখানে ওঁত পেতে থেকে এমন হামলার ঘটনা ঘটিয়ে থাকে। দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এফএ)

মন্তব্য করুন