সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষের ঈদ উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৩, ১৪:০৭
অ- অ+

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ আদায় করেন তারা। ঈদের নামাজে মহিলারাও শরিক হন। ঈদের নামাজে ইমামতি করেন বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী।

এছাড়া একই সময়ে সদর উপজেলার ভাড়ুখালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।

ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।

ভাড়ুখালীতে ঈদের নামাজ শেষে মাওলানা আবু ছালেক বলেন, এবার সৌদি আরবের সাথে মিল রেখে ২৫ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছে।

মসুল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা