সৌদির সাথে মিল রেখে সুনামগঞ্জের ৭ গ্রামে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে সুনামগঞ্জের দুটি উপজেলায় ৭টি গ্রামের মানুষ।
এ বিষয়ে সুরেশ্বর দরবার শরিফের খলিফা একলাছ মিয়া জানান, আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছি ও ঈদ উদযাপন করছি বংশ পরম্পরায়। আমাদের কে কেউ কোনো বাধা দেয়নি। আমরা আমাদের মত করেই নামাজ আদায় করেছি, ঈদ উদযাপন করছি সুরেশ্বর দরবারের অনুসারীরা।
আমতৈল মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম মোহাম্মদ তাজুল ইসলাম ঈদের নামাজের ইমামতি করেন। তিনি জানান, সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করা হয়েছে। সবার মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া তার ইউনিয়নের কয়েকটি গ্রামে মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানা এসআই মৃদুল জানান, আমতৈল গ্রামের বাসিন্দারা সকালে সুশৃঙ্খলভাবে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ পড়েছেন। তারা রোজাও রেখেছিল একেই সাথে সৌদি আরবের সাথে।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

মন্তব্য করুন