শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান, চার উইকেট খুইয়ে ম্যাচ হারল লক্ষ্ণৌ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:২৩| আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৫৩
অ- অ+

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৩৫ রানের পুঁজি নিয়েও শেষ ওভারের রুদ্ধশ্বাস খেলায় ৭ রানে জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। সহজ লক্ষে ব্যাট করতে নেমে ১৪তম ওভারেই ১০৫ রান তুলে ফেলে তারা। সেটাও মাত্র এক উইকেট হারিয়ে। এমন অবস্থা গুজরাটের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিল। কেননা জয়ের জন্য ৩৬ বলে কেবল ৩১ রানই দরকার ছিল লক্ষ্ণৌয়ের। কিন্তু ক্রিকেট যে কখনো কখনো অনিশ্চয়তার খেলা সেটা ফের প্রমাণ হলো। সহজে জেতার ম্যাচ ধুঁকতে ধুঁকতে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেল লক্ষ্ণৌ।

এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে, জিততে হলে ১২ রান ডিফেন্ড করতে হতো গুজরাট পেসার মোহিত শর্মাকে। প্রথম বলে তার কাছে দুই রান আদায় করেন লোকেশ রাহুল। কিন্তু পরের চার বলেই উইকেটের দেখা পেল গুজরাট। রাহুল ও মার্কাস স্টইনিসকে ফিরিয়ে জোড়া শিকার করেন মোহিত। এরপর রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় আয়ুশ বাদোনি ও দীপক হুডাকে। গুজরাটের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। শেষ বলে ১ রান নিলেও ৭ উইকেটে ১২৮ রানে থামে লক্ষ্ণৌয়ের ইনিংস।

শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন মোহিত। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন ডানহাতি এই পেসার। দুটি উইকেট যায় আফগান স্পিনার নুর আহমেদের পকেটেও।

এর আগে, অটল বিহারী বাজপায়ী স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা