জিএমপিতে ইতিবাচক ভাবমূর্তি, তবু কমিশনার মোল্যা নজরুলকে বদলির গুঞ্জন, নেপথ্যে কারা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৭:১৮| আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:৩৯
অ- অ+

গাজীপুর সিটি নির্বাচন আয়োজনের মধ্যেই বদলি হতে চলেছেন এই মহানগরীর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। গত বছরের ১৩ জুলাই কমিশনারের দায়িত্ব নেওয়ার পর জিএমপির ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা এই পুলিশ কর্মকর্তার বদলির গুঞ্জনে প্রশ্ন উঠেছে নগরবাসীর মনে।

সময়োপযোগী ও দূরদর্শী নানামুখি কাজ করে নাম কুড়ানো জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদক, চাঁদাবাজি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ এবং মহাসড়কে যানজট কমিয়ে এনে নগরবাসীর আস্থা অর্জন করেন।

তাই তার বদলির গুঞ্জনে সবচেয়ে বেশি অবাক হচ্ছেন গাজীপুর নগরবাসী। বর্তমান জিএমপি কমিশনারের কারণে শহরজুড়ে অনৈতিক কার্যক্রম চালাতে না পারা কতিপয় গোষ্ঠী তাকে সরাতে উঠেপড়ে লেগেছে বলে তাদের ভাষ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে ঢাকা টাইমস জানতে পেরেছে, শিগগিরই জিএমপি কমিশনারকে বদলি করে প্রজ্ঞাপন জারি হবে। ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন; তাই মোল্যা নজরুলের বদলির জন্য নির্বাচন কমিশনের সুপারিশ চাওয়া হয়েছে। কারণ, নির্বাচনী বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তাকে বদলির এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক দেবনাথ বলেন, ‘গাজীপুরের পুলিশ কমিশনারকে বদলি করতে কমিশনের মতামত চেয়ে একটি চিঠি এসেছে। ওই চিঠি কমিশনে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত দেবে।’

গাজীপুর নগরবাসী বলছেন, যারা একসময় শহরজুড়ে অনৈতিক কার্যক্রম করত, তারা বর্তমান কমিশনার দায়িত্ব পাওয়ার পর অপকর্ম করতে পারছে না। এ কারণেই জিএমপি কমিশনারকে সরাতে বিভিন্ন জায়গায় তদবির করছে। কারণ, অপরাধের বিরুদ্ধে জিএমপি কমিশনারের জিরো টলারেন্স নীতি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা গাজীপুর মহানগরে চাঁদাবাজি, মাদকের বিস্তারসহ সব অপরাধের মাত্রা কমেছে।

তাছাড়া সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে জিএমপি কমিশনারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। মাহি ইস্যুর জেরেও জিএমপি কমিশনারকে বদলির পাঁয়তারা চলতে পারে কারো কারো ধারনা।

এদিকে গাজীপুর সিটি নির্বাচনের এক মাসেরও কম সময় এবং এ বছর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এসময় জিএমপি কমিশনারকে বদলির তৎপরতা নিয়ে নগরবাসীর মনে নানান প্রশ্নের উদ্রেক হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী ব্রিজ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর অংশে প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিপুলসংখ্যক গণপরিবহন ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করে।

এ অবস্থায় মহাসড়কে যানজট নিরসনে ২০২২ সালেল জুলাই মাস থেকে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৯ হাজার ৬৪৯ অধিক ইঞ্জিন চালিত, ইঞ্জিনবিহীন যানবাহন আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে।

এছাড়া ওভারলোডসহ নানা অভিযোগে ২০৬টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজট অনেকাংশে কমে গেছে।

পুলিশের একজন চৌকস কর্মকর্তাকে হঠাৎ করে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে, তা বাজে নজির স্থাপন হবে বলে মনে করেন গাজীপুর মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

ঢাকা টাইমসকে তিনি বলেন, ‘বর্তমান কমিশনারের নানামুখী উদ্দেগের কারণে গাজীপুর যানজটমুক্ত হয়েছে। তার পরিশ্রমের সুফল পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা পাচ্ছেন। পরিবহনসংশ্লিষ্টদের আয় বেড়েছে, যাত্রীরাও ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন।’

এই পরিবহন নেতা বলেন, ‘রাস্তা দখলমুক্ত হওয়ার পাশাপাশি পরিবহন খাতের দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধ হয়েছে। একশ্রেণির লোক অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে বর্তমান কমিশনারের পেছনে লেগেছে। তাদের তৎপরতার কারণে পুলিশের একজন চৌকশ কর্মকর্তাকে হুট করে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলে তা বাজে নজির হিসেবে বিবেচিত হবে, যা মোটেও কাম্য নয়।’

জানা গেছে, অভিনেত্রী মাহির স্বামী রকিব সরকারের বড় ভাই সুলতান সরকার। তিনি গাজীপুর জেলা পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক। পরিবহন সেক্টরে বড় চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা হিসেবে তিনি পরিচিত।

রকিবের আরেক ভাই ফয়সাল আহমেদ সরকার বর্তমানে গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এবং গাজীপুর সিটি কপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তারাই গাজীপুর মহানগরীতে চাঁদাবাজি, গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, মাদকের স্পট পরিচালনা, জমি দখল, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টিসহ নানান অপরাধের সঙ্গে জড়িত। বর্তমান কমিশনারের নির্দেশে পুলিশ প্রশাসনের কঠোরতার কারণে এসব অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। এ চক্রটি মোল্যা নজরুলকে বদলি করতে লবিং চালাচ্ছে।

গার্মেন্টস শ্রমিক নেতারা বলছেন, বর্তমান কমিশনার একজন শ্রমিকবান্ধব মানুষ। তিনি শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

তাই এবছর রোজার ঈদের আগে গাজীপুরের অধিকাংশ গার্মেন্টস তাদের কর্মীদের বেতন-বোনাস দিয়ে দিয়েছে। ফলে গাজীপুরে শ্রমিক অসন্তোষ একেবারে কম ছিল। তার মতো কমিশনার গাজীপুরে প্রয়োজন আছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমানে পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতে আছে। আগে পাড়া মহল্লায় গাঁজা, ইয়াবাসহ বেশ কিছু মাদকের রমরমা ব্যবসা ছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ১২৮ বর্গমাইল এলাকা নিয়ে যাত্রা শুরু করে জিএমপি। এই মেট্রোপলিটন সিটির জনসংখ্যা সরকারি হিসাবে ১০ লাখ।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা