সোনারগাঁওয়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:৩৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১' এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সলিমুজ্জামান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী দন্দিবাজার এলাকায় অবস্থিত আরবী ফুড প্রডাক্টকে ল্যাবের টেকনিশিয়ান না থাকা ও অনুমোদনহীন লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লাখ টাকা এবং ফিদো প্লাস্টিক কারখানাকে অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এছাড়া আরবী ফুড প্রডাক্ট এর অ্যারেঞ্জ স্টং ট্যাংক ২ হাজার কেজি, অ্যারেঞ্জ ও ম্যাংগো ফ্লেভার ১ হাজার কেজি এবং ফুড কালার ৫০০ কেজি এবং ফিদো প্লাস্টিক কারখানার প্লাস্টিকের ব্যারেল ও খালি বোতল এক লাখ ৫২ হাজার পিস, মোড়ক ও লেভেল ২ হাজার মিটার ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
সাতক্ষীরার জনগণের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা