ঝিনাইদহে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে হৃদয়

ঝিনাইদহের মহেশপুরের এক শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে জেলহাজতে থেকে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে জেলহাজতে থাকায় তার আবেদনের প্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়। ওই শিক্ষার্থী ফতেপুর ইউনিয়নের শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
ঝিনাইদহ জেল সুপার আনোয়ার হোসেন জানান, আদালতের আদেশের প্রেক্ষিতে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম-নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেয়া হচ্ছে। সে খালিশপুর পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থী।
ফতেপুর শাসুদ্দীন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, হৃদয় তার স্কুলের একটি নিয়মিত ছাত্র। একটি মামলায় ঝিনাইদহ কারাগারে থাকায় কারাগার থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, উপজেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। হৃদয় নামে একটি ছেলে জেলে বসে পরীক্ষায় অংশ নিচ্ছে বলেও তিনি জানান।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন