সেই চনপাড়ায় রাতভর সংঘর্ষ, মাদক-অস্ত্রসহ আটক ১৩

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক বিক্রেতাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ গতকাল রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন৷
এরপর আজ সোমবার সেখানে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় ধারালো অস্ত্রসহ ১৩ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ৷
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আমাদের অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ব্যবসায়ী জয়নাল গ্রুপের সদস্য মারুফকে মারধর করে রায়হান ও তার অনুসারীরা। এর পরই উভয় পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান এবং লুটপাট চালানো হয়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলেও জানান তাঁরা।
অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। বিশেষ করে সামনে মেম্বার নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটছে। তারই ধারাবাহিকতায় গত রাতে সংঘর্ষ হয়। আমরা আজ সকালে অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীর সহযোগীকে আটক করি।’
আটকদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়ছেন তিনি। চাইলাউ মারমা আরও জানান, আটকদের কাছ থেকে কিছু গাঁজাও জব্দ করা হয়। অভিযান চলাকালে চনপাড়ার ভেতরে থাকা মাদকের অনেকগুলো স্পট গুঁড়িয়ে দিই। আটকদের বিরুদ্ধে মাদক, দেশীয় অস্ত্র এবং দ্রুত বিচার আইনে মামলা করা হবে।’
গত ১১ এপ্রিল চনপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের মৃত্যুর পর তার সাম্রাজ্য দখলের জন্য বজলুর অনুগামীরা প্রায়ই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে।
(ঢাকাটাইমস/১মে/এআর)

মন্তব্য করুন