রাজবাড়ীর গোয়ালন্দে স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শাহীন ইয়াবা-হিরোইনসহ গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শেখ শাহীনকে (৩৪) ১৬৩ গ্রাম হিরোইন ও ৯৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় গোয়ালন্দ ঘাট থানায় এক সংবাদ সম্মেলনে শাহিনের আটকের তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাজার এলাকার পান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া শেখ শাহিনের শয়ন কক্ষের সোফারফোমের নিচে রাখা ওই হিরোইন ও ইয়াবাসহ তাকে আটক করে থানা পুলিশ।
শেখ শাহীন দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লাপাড়া গ্রামের মরহুম আক্কাস শেখের ছেলে। শেখ শাহীনের বিরুদ্ধে পূর্বের অস্ত্র মামলা, মাদক মামলাসহ চারটি মামলা আছে। শেখ শাহীন একজন পেশাদারী মাদককারবারি বলে পুলিশ জানায়। শেখ শাহীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। তাকে আলামতসহ আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
ওই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।
দলের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,শেখ শাহীন তার মাদকারবার নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতাদের সঙ্গে মোটা অঙ্কের টাকা বিনিময় করে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি পদ বাগিয়ে নেয়। এরপর তিনি দৌলতদিয়া যৌনপল্লীসহ দেশের অনেক স্থানের মাদককারবারিদের সঙ্গে মাদককারবার চালিয়ে আসছিল। এছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সোর্সদের নিয়মিত মাসোয়ারা দিয়ে মাদককারবার করে থাকেন।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিসা জামান, মাদক শেখ শাহীনকে উপজেলা শাখার সহসভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭মে/এআর)