খাগড়াছড়িতে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

অবৈধ পথে আসা মালিকবিহীন চার বস্তা ভারতীয় ওষুধ জব্দ করেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার সকালের দিকে বেলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জন্তুর আলী পাড়ার শাহিনুর আলম শাকিলের টিলার ঢাল সংলগ্ন বাঁশঝাড়ের নিচে মালিকবিহীন এসব ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে মালিকবিহীন চার বস্তা ভারতীয় ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন: সালথায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, গৃহবধূকে উদ্ধার করল পুলিশ
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, চার বস্তা ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। মাদক চোরাকারবারিসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে।
(ঢাকাটাইমস/০৯মে/এসএম)

মন্তব্য করুন