নির্বাচন রুখতে এলে বিএনপিকে দেখে নেবে আ.লীগ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৬:০৩

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা (বিএনপি) নির্বাচনে আসবে না, কিন্তু নির্বাচনে হতে দেবে না, রুখে দেবে। আমরাও দেখে নেব কারা নির্বাচন রুখতে আসে। কেউ যদি নির্বাচন রুখে দিতে আসে জনগণ সঙ্গে নিয়ে আমরা তাদেরকে রুখে দেব।’

রবিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার আগে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই আওয়ামী লীগ। শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। বিএনপি হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবে না। নির্বাচনে আসবে না এটা তাদের ইচ্ছা। তবে নির্বাচন হতে দেবে না এটা সম্ভব নয়। কেউ যদি নির্বাচন বন্ধ করতে আসে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ মাঠে আছে। জাতীয় নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে আমাদের নেতাকর্মীরা। বিএনপি যতই হুমকি দিক আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে অবিচল থাকবে। যাদের কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত নেই তাদের আন্দোলন সফল হবে না। বিএনপি ভেবে পাচ্ছে না কী কর্মসূচি দেবে। বিএনপি কুটকৌশল নিয়ে এগোচ্ছে। তবে দেশের মধ্যে কোনো আগুন ও সন্ত্রাসী কার্যক্রম করে শান্তি নষ্ট করলে তাদের কুটকৌশল প্রতিরোধ করা হবে।’

আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে কোনো আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য তাদের নেই বলেই আজ গলাবাজি করে নিজের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয়। বিএনপির যে কোনো কূটকৌশল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।’

কাদের বলেন, ‘বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করা, এই প্রবণতা বিএনপির। দেশকে ছোট করে বিদেশিদের ইচ্ছায় বাংলাদেশে নির্বাচন হবে- এমন অবান্তর ধারণা নিয়ে আছে বিএনপি।’

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর কোথাও গণআন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে কখনো তা সফল হয়নি। বিএনপিও সফল হবে না। বিাএনপির বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করা ছাড়া আর কোনো কাজ নেই তাদের। বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করা দেশকে ছোট করছে তারা। মুক্তিযুদ্ধের চেতনায় যে ধারা তার নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে দেশের মানুষ আছে। কোনো সন্ত্রাসী রাজনৈতিক দলের সঙ্গে নয়।’

বিএনপির নতুন দলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘গতবার কামাল হোসেনকে নিয়ে বিএনপি ঐক্য করেছিল, কিন্তু সফল হয়নি। এবারও তাদের ঐক্য সফল হবে না। তাদের ঐক্য অনৈক্য। বিএনপির গলাবাজি মরিচিকা। তাদের দলেই অনৈক্য। যাদের আন্দোলনে নেতা নেই, তারা কী করে ঐক্য করবে।‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুর্ণিঝড়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশাসনকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আজ কক্সবাজারের এক প্রান্ত দিয়ে মিয়ানমারের দিকে ধাবিত হচ্ছে। অনেক সময় দেখা যায়, আমরা খুব বেশি প্রস্তুতি নিয়ে থাকি, খুব বেশি সতর্কতা অবলম্বন করি। পরে দেখা যায়, বাস্তবে ঘূর্ণিঝড়টি কেটে গেছে। আমরা সেটাই কামনা করি। ঘূর্ণিঝড় হলে কত ভয়ঙ্কর রূপ নেয় অতীতে আমরা দেখেছি। এবার আমরা সব প্রস্তুতি নিয়েছি।’

কাদের বলেন, ‘ঝড় আসছে, ঝড় আসবে। এর সঙ্গে আমাদের পলিটিক্যাল অপনেন্ট বিএনপির মহাসচিব বলেছেন রাজনৈতিক ঝড় নাকি আসবে। মানুষ সৃষ্ট রাজনৈতিক ঝড়ের অপেক্ষায় আমরা আছি। বিএনপির ঝড়ে নাকি শেখ হাসিনা সরকারের পতন হবে। আসলে বাস্তবতা হচ্ছে এদের এখন আন্দোলন করার, ঝড় তোলার সামর্থ্য নেই। এজন্যই তারা গলাবাজি করে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চেয়েছে।’

উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিকুল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

(ঢাকাটাইমস/১৪মে/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

হেফাজতের সাবেক নেতা মামুনুল হক কারামুক্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :